প্রত্নতাত্ত্বিক স্থান সোনারগাঁ সফর করলেন চীনের উপমন্ত্রী
- সাখাওয়াত হোসেন, নারায়ণগঞ্জ প্রতিনিধি
- প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৩:৪০ PM , আপডেট: ১৮ মার্চ ২০২৫, ০৩:৪০ PM

বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণ ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদার করার উদ্দেশ্যে চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের উপমন্ত্রী এবং জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য প্রশাসনের প্রধান, লি কুউন, ছয় সদস্যের প্রতিনিধি দলসহ নারায়ণগঞ্জের ঐতিহাসিক পানাম সিটি পরিদর্শন করেছেন।
রবিবার (১৬ মার্চ) এই সফরের সময় চীনা প্রতিনিধিদল পানাম সিটির বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখেন এবং বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক গবেষণা ও ঐতিহ্য সংরক্ষণে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তারা বাংলাদেশে প্রত্নতাত্ত্বিক স্থাপনা সংরক্ষণ ও উন্নয়নে চীনের ভূমিকা আরও সম্প্রসারিত করার আশাবাদ ব্যক্ত করেন।
চীনের উপমন্ত্রী লি কুউন বলেন, বাংলাদেশের সমৃদ্ধ প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের জন্য দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানো দরকার। তিনি উল্লেখ করেন, চীন-বাংলাদেশ যৌথ উদ্যোগের মাধ্যমে এই ঐতিহ্য সংরক্ষণ করা গেলে, তা বিশ্ব ঐতিহ্যের অংশ হয়ে উঠতে পারে।
পরিদর্শনকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, সহকারী কমিশনার (ভূমি), কাঁচপুর সার্কেলের সেগুফতা মেহনাজসহ প্রত্নতাত্ত্বিক বিভাগের কর্মকর্তারা চীনা প্রতিনিধিদলকে স্বাগত জানান।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, পানাম সিটির সংরক্ষণ ও গবেষণার ক্ষেত্রে চীনের সহযোগিতা নতুন সম্ভাবনার দুয়ার খুলবে। সরকার ইতোমধ্যে পানাম সিটির ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে সংরক্ষণের বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে, যেখানে চীনের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।