নিজ এলাকায় সংবর্ধিত হলেন লেখক নজরুল বিন মাহমুদুল

নিজ এলাকায় সংবর্ধিত হলেন, ফেনী তথা দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের স্মরণকালের ভয়াবহ বন্যা নিয়ে প্রকাশিত প্রথম বই "চব্বিশের বন্যা" বইয়ের লেখক নজরুল বিন মাহমুদুল। বুধবার (১৯ মার্চ) বিকালে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের অন্যতম সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন মধুয়াই ফাউন্ডেশন এর পক্ষ থেকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইসমাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, ফেনী সরকারি কলেজ বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক কাজী রেজাউল হক।
এছাড়াও মধুয়াই ফাউন্ডেশন এর সভাপতি সাহাব উদ্দিন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মোতালেব হোসেন ভূঁইয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
লেখক নজরুল বিন মাহমুদুল বলেন, যেকোনো স্বীকৃতি মানুষকে অনেক বেশি অনুপ্রাণিত করে। তদ্রূপ চব্বিশের বন্যা বইয়ের লেখক হিসেবে মধুয়াই ফাউন্ডেশন এর পক্ষ থেকে প্রাপ্ত সম্মাননা আমার কাছে আনন্দের ও গর্বের। আমি মধুয়াই ফাউন্ডেশন এর সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ। এসময় তিনি মধুয়াই ফাউন্ডেশন এর উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।
প্রসঙ্গত; এদিন মধুয়াই ফাউন্ডেশন এর উদ্যোগে ফেনীর স্মরণকালের ভয়াবহ বন্যায় অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ স্বেচ্ছাসেবীদের সম্মাননা স্মারক প্রদান ও দোয়া এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়।