সাংবাদিকদের কলম যেন মজলুমের বিপক্ষে  না যায়: নারায়ণগঞ্জ জেলা জামায়াত আমির 

নারায়ণগঞ্জ
  © সংগৃহীত

নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির আলহাজ মমিনুল হক সরকার বলেছেন, সাংবাদিকদের কলম যেন কখনো মজলুমের বিপক্ষে না যায়।

রবিবার (২৩ মার্চ) বন্দর প্রেসক্লাব অডিটোরিয়ামে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, কুরআন নাজিলের মাস রমজান মাস। এ মাসে সত্য ও মিথ্যার পার্থক্যকারী কুরআন নাজিল হয়েছে। সাংবাদিকগণ জাতির বিবেক । আপনারা সাংবাদিকতা করতে গিয়ে কখনো বিবেক বিরোধী কোনো কাজ করবেন না। সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করবেন না।

বন্দর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৃষ্ঠপোষকতায় ও বন্দর সাংবাদিক ফোরামের আয়োজনে সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, সাবেক বন্দর থানা আমির ডাঃ শহিদুল ইসলাম, জনকন্ঠের সিনিয়র স্টাফ রিপোর্টার ইসরাফিল ফরায়েজী এবং দেশ টিভির অনলাইন ইনচার্জ এবং নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ রুহুল আমিন। 

অনুষ্ঠানে সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, দৈনিক মানবজমিনের বন্দর উপজেলা প্রতিনিধি নুরুজ্জামান। তিনি তার বক্তব্যে বলেন, জুলাই অভ্যুত্থানের পর বন্দরের সাংবাদিকরা অভিভাবকহীন হয়ে পরেছেন। সাংবাদিকদের দুঃখগুলো শুনার মতো কেউ নাই।

জামায়াতই ইসলামীর সাংবাদিকদের আয়োজন এই ইফতারের আমরা অত্যন্ত আনন্দিত। আশাকরি,জামায়াত সামনের দিনগুলোতে আমাদের সুখে দুঃখে পাশে থাকবে। সাংবাদিক সাখাওয়াত হোসেনের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাংবাদিক জয়নাল আবেদিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বন্দর উপজেলার আমির মাওলানা খোরশেদ আলম ফারুকী।  

বিকাল ৫টায় বন্দর প্রেসক্লাবে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে বন্দর উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি আলহাজ মমিনুল হক সরকার উপস্থিত সাংবাদিকদের মাঝে এক খণ্ড তাফহীমুল কুরআন উপহার হিসেবে বিতরণ করেন। 

ইফতার মাহফিলে বন্দর উপজেলার সাংবাদিকদের মধ্যে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধে ও অনুপ্রেরণার সৃষ্টি হয়।