সিরাজগঞ্জে শিবিরের ঈদ পূনর্মিলণী অনুষ্ঠিত
- মোঃ রবিউল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি
- প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ০৬:১৫ PM , আপডেট: ০২ এপ্রিল ২০২৫, ০৬:১৫ PM
-10216.jpg)
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিরাজগঞ্জ সদর উপজেলার ঈদ পূনর্মিলণী অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল ৪ ঘটিকায় সদর উপজেলার স্থানীয় অফিসে সদর উপজেলার সভাপতি ছাত্র নেতা মোঃ কাওসার তালুকদার এর সভাপতিত্বে উক্ত ঈদ পূনর্মিলণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মোঃ আব্দুল্লাহিস সাফি। আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা জনাব মোঃ ছানোয়ার হোসেন, মোঃ বজলুর রশিদ, মোঃ রবিউল ইসলাম, ইব্রাহিম খলিল সহ আরো অনেকে।
প্রধান অতিথি বলেন ইসলামি আন্দোলন করতে গিয়ে ব্যক্তি হিসেবে আমি যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে না পারি তাহলে আন্দোলন বিজয়ী হলেও আমি ব্যর্থ। তাই সবার আগে চিন্তা করতে হবে নিজের সফলতা। তাই হিংসা, বিদ্বেষ ভুলে আমাদের খাঁটি মুসলিম হতে হবে।
বিশেষ অতিথি সাবেক ছাত্র নেতা মোঃ ছানোয়ার হোসেন বলেন, মহান আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন হে ঈমানদারগণ তোমরা যা করোনা এমন কথা কেন বলো। এটা আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণিত কাজ। তাই কথা ও কাজের মিল অত্যান্ত গুরুত্বপূর্ণ। তাই সকল মানুষের কাছে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছে দিতে হবে।
তিনি আরও বলেন যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের আমলি জীবন সুন্দর করতে না পারব ততক্ষণে ইসলামি সমাজ বিনির্মাণ করতে পারব না। ইসলাম এসেছে সকল মানুষের জন্য। ইসলাম কারো ব্যক্তিগত সম্পত্তি না।
পরিশেষে সভাপতি জনাব মোঃ কাওসার তালুকদার সবাইকে ধন্যবাদ ও মোবারক বাদ দিয়ে প্রোগ্রাম শেষ করেন।