দুই নারীসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ
বন্দরে ঔষধ ব্যবসায়ী নেতাকে অপহরণ ও ছিনতাই
- সাখাওয়াত হোসেন
- প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১১:২৬ PM , আপডেট: ০৮ এপ্রিল ২০২৫, ১১:২৬ PM
-10827.jpg)
নারায়ণগঞ্জ বন্দরে 'নারায়ণগঞ্জ ঔষধ ব্যবসায়ী মালিক সমিতি-র সভাপতি ও নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সদস্য মো. আকতার হাবিব অস্ত্রের মুখে অপহরণ ও ছিনতাইয়ের শিকার হয়েছেন। রোববার(৭ই এপ্রিল)রাত আনুমানিক পৌনে দশটায় মদনপুর থেকে ব্যবসায়িক কার্যক্রম শেষে বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগীর ভাষ্যমতে, মদনপুর বাস স্ট্যান্ড বাসের অপেক্ষারত থাকার সময় অজ্ঞাতনামা ১০-১২ জন সন্ত্রাসী তার পথরোধ করে, মাথায় পিস্তল ঠেকিয়ে চোখ বেঁধে জোরপূর্বক সিএনজি চালিত অটোরিকশায় অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেসময় তার সাথে থাকা নগদ দুই লক্ষ সত্তর হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এরপর ব্যাপক মারধরের পর তাকে পূর্বপরিচিত দুই নারী— রিমা আক্তার ও তার কন্যা সুমি আক্তারের কাছে নিয়ে যায়। সেখানে চাপ সৃষ্টি করে চারটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
পরে পথচারীরা আহত অবস্থায় আকতার হাবিবকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শারীরিকভাবে কিছুটা সুস্থ হওয়ার পর তিনি আজ লাঙ্গলবন্ধ তাজমহল রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার বিস্তারিত তুলে ধরেন এবং প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তির দাবির পাশাপাশি তার ছিনতাই হওয়া টাকা দ্রুত উদ্ধারের আবেদন জানান তিনি।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবার ও সহকর্মীরা ঘটনাটিকে পরিকল্পিত হামলা ও ষড়যন্ত্র হিসেবে দেখছেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানান বন্দর থানার পরিদর্শক তরিকুল ইসলাম।
স্থানীয় ব্যবসায়ী মহল ও নাগরিক সমাজ এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।