সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার, এলাকায় স্বস্তি
- সিরাজগঞ্জ প্রতিনিধি:
- প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১১:৪০ PM , আপডেট: ০৮ এপ্রিল ২০২৫, ১১:৪০ PM
-10843.jpg)
সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামের মৃত আফজাল হোসেন তালুকদার এর বড় ছেলে আওয়ামী লীগ নেতা মোঃ গোলাম রব্বানী তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে স্থানীয় বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় রাস্তা থেকে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ আওয়ামী লীগের এ নেতাকে গ্রেফতার করে।
এখন তিনি সদর থানা পুলিশ হেফাজতে আছেন বলে জানা গেছে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ হুমায়ুন কবির জানান, আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী তালুকদারকে গ্রেফতার করে থানা হেফাজতে রাখা হয়েছে।
এলাকাবাসী জানান, কুখ্যাত এ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
এলাকাসূত্রে জানা গেছে, তাঁর অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ ছিল। মুখ ফুটে কিছু বলতে পারত না। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মানুষ প্রহর গুনত কবে জুলুমের বিচার হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক মুরব্বি বলেন, আজকে আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমি শুক্রবারে মসজিদে মিষ্টি বিতরণ করব।