জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি আবদুল হক, সম্পাদক পলাশ
- মাহমুদ ফয়সাল, নোয়াখালী প্রতিনিধি
- প্রকাশ: ১২ মে ২০২৫, ১২:৩৯ PM , আপডেট: ১২ মে ২০২৫, ১২:৫৯ PM

জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম নোয়াখালী জেলা শাখার নির্বাচনে সভাপতি পদে এডভোকেট আবদুল হক ও সাধারণ সম্পাদক পদে এডভোকেট রবিউল হাসান পলাশ বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।
রবিবার (১১ মে) দুপুর ১১ টা থেকে বেলা ৩টা পর্যন্ত নোয়াখালী আইনজীবী সমিতির হলরুমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে এডভোকেট আবদুল হক পেয়েছেন ১৭০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একিউএম কামরুল ইসলাম পেয়েছেন ৬৯ ভোট। সাধারণ সম্পাদক পদে এডভোকেট রবিউল হাসান পলাশ পেয়েছেন ১৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একেএম বেলায়েত হোসেন পেয়েছেন ৬৪ ভোট।
এদিকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে এবিএম মাজেদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে আশরাফুল মায়মুন জয়ী হয়েছেন। এছাড়াও সিনিয়র সহ সভাপতি হিসেবে কাজী কবির আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
ফলাফল ঘোষণার পর নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এবিএম জাকারিয়া, সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান বিজয়ীদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ্য, নির্বাচনে ২৮০ জন ভোটারের মধ্যে ২৩৯ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করে।