নোয়াখালীতে আ.লীগ নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ

নোয়াখালী
  © ফাইল ছবি

নোয়াখালীর কবিরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ব্যবসায়ীর ওপর হামলা ও নগদ ১৫ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।

সোমবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার ধানশালিক ইউনিয়নের চর গুল্লাখালি ধানশালিক বাজার সংলগ্ন আবুল খায়ের সুপার মার্কেটের সামনে ইউনিয়ন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মো. শাহ জাহান কোম্পানীর (৬০) নেতৃত্ব সঙ্গবদ্ধ একদল সন্ত্রাসী দ্বারা এ হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

ভুক্তভোগী ব্যবসায়ী সানোয়ার সিদ্দিক পলাশ (৩৬) ধানশালিক ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড চর গুল্লাখালি গ্রামের সিদ্দিক পিয়ন বাড়ির হাজী সানা উল্যাহর ছেলে এবং চাপরাশিরহাট বাজারের মেসার্স পারভেজ এন্ড ব্রাদার্স এর ব্যবসায়ী।

এঘটনায় ভুক্তভোগী ওই ব্যবসায়ী বাদী হয়ে ৫ জনকে আসামী করে কবিরহাট মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে হামলা ও ছিনতাইয়ের নেতৃত্বদানকারী মো. শাহ জাহান কোম্পানীকে আটক করে পুলিশ। এজাহারে উল্লেখিত অপরাপর অভিযুক্তরা হলো: মো. আরমান (২৫), সিদ্দিক উল্যাহ (৩৫), রফিক উল্যাহ ছুট্টি (৫০), ও রুবেল (৩০) সহ অজ্ঞাত আরো ১০-১৫ জন।

ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় ব্যবসায়িক কাজ শেষ করে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন চাপরাশিরহাট বাজারের সানোয়ার সিদ্দিক পলাশ ও ম্যানেজার মো. ইয়াসিন। পথিমধ্যে ধানশালিক বাজার সংলগ্ন আবুল খায়ের সুপার মার্কেটের সামনে পৌঁছালে অভিযুক্ত আ.লীগ নেতা মো. শাহ জাহানের নেতৃত্বে সঙ্গবদ্ধ একদল সন্ত্রাসী তাদের মোটরসাইকেলের গতিরোধ করে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় মোটরসাইকেলের সাথে থাকা ১৫ লাখ টাকার ব্যাগ জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায় দূর্বৃত্তরা।

ভুক্তভোগী পরিবারের সদস্য আরাফাত সিদ্দিক বলেন, আমাদের বাড়ির (সিদ্দিক পিয়ন বাড়ি) ১৫ শতাংশ জমি শাহজাহান কোম্পানী গংরা প্রভাব খাটিয়ে অবৈধভাবে দখলের চেষ্টা করলে আমরা সেটি বেদখল করি। এতে ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে শাহ জাহান কোম্পানির মদদে সঙ্গবদ্ধ একদল সন্ত্রাসী গতকাল আমার ভাই সানেয়ার সিদ্দিক পলাশ ও দোকানের ম্যানেজার মো. ইয়াসিনের ওপর অতর্কিত হামলা চালায় এবং ব্যবসার ১৫ লক্ষ টাকা নগদ ছিনতাই করে নিয়ে যায়। আমরা এই ঘটনায় প্রশাসনের নিকট সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবী করছি।

এবিষয়ে জানতে চাইলে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীন মিয়া বলেন, ব্যবসায়ীর ওপর হামলা ও ছিনতাইয়ের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। অপর এক প্রশ্নের জবাবে ওসি বলেন, এই ঘটনায় অভিযুক্ত এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।