নোয়াখালীতে ভুয়া সংবাদ ছড়িয়ে বিএনপি নেতাকে হয়রানির অভিযোগ
- নোয়াখালী প্রতিনিধি
- প্রকাশ: ১৫ মে ২০২৫, ১১:৩৭ PM , আপডেট: ১৫ মে ২০২৫, ১১:৩৭ PM

নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নে ছালেহ উদ্দিন ভূঁঞা নামের এক বিএনপি নেতাকে মিথ্যা তথ্য উপস্থাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ পরিবেশন করে হয়রানির অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন ভুক্তভোগী বিএনপি নেতা ছালেহ উদ্দিন ভূঁঞা। তিনি নোয়ান্নই ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও একই ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
ছালেহ উদ্দিন ভূঁঞা অভিযোগ করে বলেন,“রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা এমন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
নিজের অবস্থান স্পষ্ট ছালেহ উদ্দিন ভূঁঞা বলেন, “পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ইউনিয়ন পরিষদের নবাগত প্রশাসনিক কর্মকর্তাকে (সচিব) ফুলেল শুভেচ্ছা জানানো এবং টিসিবির পন্য বিতরণ বিষয়ক সভা চলাকালীন সময়ে হঠাৎ করে চেয়ারম্যান দিলদার হোসেন জুনায়েদ তার কয়েকজন সহযোগী নিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রবেশ করেন। পরে তাৎক্ষণিকভাবে সকল ইউপি সদস্যগণের সাথে তিনিও সচিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। এ নিয়ে পরিষদের বিএনপিপন্থী তিনজন মেম্বার (মো. জামাল উদ্দিন, আবদুর রহমান কাজল ও ছালেহ উদ্দিন ভুঁইয়া) এবং কয়েকজন নেতাকর্মী ক্ষিপ্ত হয়ে প্রতিবাদ জানালে তিনি দ্রুত সভাস্থল ত্যাগ করেন। ইউনিয়ন পরিষদের অভ্যন্তরে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আমরা জনপ্রতিনিধিগণ আইনপরিপন্থী কোনো কাজ করিনি।
বারবার কারা নির্যাতিত এই বিএনপি নেতা আরও বলেন, “আমাদের সাথে সৈরাচারের দোসর এই চেয়ারম্যানের কোনো যোগসূত্র নেই বরং পরিষদে তাঁর অনিয়ম, দূর্নীতি অনুপস্থিতি, সেচ্ছাচারিতা সহ অভিযোগ তুলে তাঁর অব্যাহতির জন্য আমরা সাতজন ইউপি সদস্য ডিসি/ইউএনও সহ কয়েকটি সরকারি দফতরে বেশকিছু অভিযোগপত্র জমা দিয়েছি। কিন্তু কি করে তিনি তবিয়তে বহাল থাকেন তা আমাদের জানা নেই। এখন আমাদেরকে যদি বলা হয় আমরা আওয়ামী লীগ পুনর্বাসন করছি কিংবা এই চেয়ারম্যানকে প্রটোকল দিচ্ছি তাহলে আমাদের এই দুঃখ/কষ্ট কোথায় রাখি?”
ভূঁঞা বলেন, ”শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ লালন করে বিগত ১৫ বছর ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের নির্মম নির্যাতনের শিকার হয়েছি। বেশ কয়েকটি রাজনৈতিক মামলায় দীর্ঘদিন কারাবরণও করতে হয়েছে। তবুও মেজর জিয়ার আদর্শের বিচ্যুতি ঘটতে দেই নি। কিন্ত অত্যন্ত পরিতাপের বিষয় আমাদের বিরুদ্ধে আমাদের দলেরই একটি কুচক্রী মহল বিজ্ঞ সাংবাদিকগণের কাছে ভুল তথ্য উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি একই সাথে সাংবাদিকগণ সরজমিন তদন্তপূর্বক প্রকৃত সংবাদ তুলে ধরার বিনীত অনুরোধ করছি।”