সীমান্তে আরও ২৪ জনকে পুশইন বিএসএফের
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ২২ মে ২০২৫, ১১:০৯ AM , আপডেট: ২২ মে ২০২৫, ১১:০৯ AM

ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার ভারতীয় সীমান্ত দিয়ে ২৪ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২২ মে) ভোরে এ ঘটনা ঘটে।
পুশইনের পর স্থানীয়রা তাদের আটক করে ফেনী ৪ বিজিবির কাছে হস্তান্তর করেন। প্রাথমিকভাবে বিজিবি নিশ্চিত করেছে, আটক ব্যক্তিরা কুড়িগ্রাম জেলার বাসিন্দা।
বৃহস্পতিবার ভোরে ছাগলনাইয়া সীমান্ত ও ফুলগাজী বিওপি ক্যাম্পের আওতাধীন তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের ছাগলনাইয়া ও ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।
ফেনী ৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররাফ হোসেন কালবেলাকে জানান, বৃহস্পতিবার ভোর রাতে বিএসএফ কর্তৃক ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করা হয়েছে। নিয়ম অনুযায়ী তাদের থানায় সোপর্দ করা হয়েছে।