মোহাম্মদ শাহজাহান মানবিক সংঘের প্রবাসী পরিষদ কমিটি ঘোষণা

নোয়াখালী
  © ফাইল ছবি

নোয়াখালীর সামাজিক-সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘মোহাম্মদ শাহজাহান মানবিক সংঘ’ এর প্রবাসী পরিচালনা পর্ষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

 গত রোববার (১৮ মে) স্বেচ্ছাসেবী সংগঠনটির নবগঠিত এই কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনটির ১৫ সদস্য বিশিষ্ট নতুন নেতৃত্বের সভাপতি হিসেবে মনোনীত হয়েছে সৌদি আরব প্রবাসী মোঃ জাবেদ হোসেন, সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছে সৌদি আরব প্রবাসী মো. সাদ্দাম হোসেন। এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত  হয়েছে দক্ষিণ আফ্রিকা প্রবাসী রাকিব ইকবাল। 

জানা যায়, দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের দুঃশাসনে সমাজে ঠিকমতো ঠাঁই নিতে পারেননি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ফলে সমাজসেবামূলক কার্যক্রম নিয়ে ভীতিকর পরিস্থিতির মধ্যে দিন থাকতে হতো। হাসিনা সরকারের পতনের পর মানবসেবায় সে সুযোগ কাজে লাগাতে চায় জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তাই ২০২৪ সালের পহেলা সেপ্টেম্বরে নোয়াখালী চার আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শাহজাহানের নামের ওপর প্রতিষ্ঠা করা হয় ‘মোহাম্মদ শাহজাহান মানবিক সংঘ’ নামের স্বেচ্ছাসেবী সংগঠনটির। 

নবগঠিত সংগঠনটির প্রবাসী পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ বলেন, “সমাজের মানুষের জীবনমান উন্নয়ন, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে অবদান, মাদক নির্মুল, ইভটিজিং ও ধর্ষণ সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার থাকবে সদস্যরা। এছাড়াও সমাজের অবহেলিত ও দুঃখ-কষ্টে জীবন অতিবাহিত করা মানুষের পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন সংগঠনটির নেতৃবৃন্দ।”