নোয়াখালীতে জমি দখল করে স্থাপনা নির্মাণে বাধা দেওয়ায় হামলা, আহত ৪
- নোয়াখালী প্রতিনিধি
- প্রকাশ: ২৬ মে ২০২৫, ০২:১২ PM , আপডেট: ২৬ মে ২০২৫, ০২:১২ PM

নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নে জোরপূর্বক জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এসময় জমির মালিক নির্মাণ কাজে বাধা দেওয়ায় প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় একই পরিবারের ৪ জন গুরুতর আহত হয়েছে। গত (১৭ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার ১নং চরমটুয়া ইউনিয়নের ভূঁইয়া বাড়িতে এই ঘটনা ঘটে। হামলায় আহতরা হলো: নুরুল আমিন (৭৩), আবুল খায়ের (২৩), কামরুন নাহার (৩৫) ও মুন্নী আক্তার। তবে এ ঘটনায় ভুক্তভোগী নুরুল আমিন বাদী হয়ে সুধারাম মডেল থানায় একটি অভিযোগ দায়ের করলে মামলা নেয়নি পুলিশ।
রোববার (২৫ মে) সাংবাদিকদের নিকট এমন অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী পরিবারের সদস্যদরা।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ার উল্যাহ বাবুল গংরা ভুক্তভোগী নুরুল আমিনের খরিদকৃত আর.এস জোনাল খতিয়ান ৪৮৮ এর দক্ষিণ মহতাপুর মৌজার ২৩৭০ দাগের জমি জোরপূর্বক দখল করে দোতলা বিশিষ্ট পাকা ভবন নির্মাণের চেষ্টা করে। এসময় জমির মালিক নির্মাণ কাজে বাধা দিতে দিলে আনোয়ার উল্যাহ বাবুল এর নেতৃত্বে ছায়েদুল হক, কামাল হোসেন, বাহার উদ্দিন, মো. স্বপন ও মো. হানিফ সহ বহিরাগত কয়েকজন সন্ত্রাসী তাদের ওপর দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায়। এতে একই পরিবারের চার জন গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয়রা নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
ভুক্তভোগী নুরুল আমিন অভিযোগ করে বলেন, এই ঘটনায় আমরা সুধারাম মডেল থানায় একটি অভিযোগ দায়ের করলে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এসআই কামাল বিরোধ নিষ্পত্তি করে দেয়ার কথা বলে মামলা নেয়নি। পরে পুলিশের সহায়তায় স্থানীয় শালিশদারগণ ভুমি পরিমাপ করলে সেই জমি আমরা পাওনা হই। কিন্তু আমাদের তা বুঝিয়ে না দিয়ে পুনরায় বিবাদীগণ জোরপূর্বক নির্মাণ কাজ শুরু করেন। এঘটনায় আমরা প্রশাসনের নিকট সহযোগিতা কামনা করছি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আনোয়ার উল্যাহ বাবুল মুঠোফোনে কল দিলে সংযোগ পাওয়া যায় নি।
এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এস.আই কামাল বলেন, সীমানা বিরোধের জের ধরে দু'পক্ষই থানার শরণাপন্ন হয়েছে। তারা স্থানীয় বিএনপি নেতা দুলাল মাষ্টারের সহযোগিতায় বিরোধ নিষ্পত্তি করার কথা বলেছেন। কিন্তু কেউ কাউকে কোনো ছাড় দিচ্ছেন না বিধায় সমাধান হচ্ছে না। মামলা না নেওয়ার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, আমরা মামলা নিতে অনীহা দেখানোর কোনো সুযোগ নেই।