তেঁতুলিয়ায় ভূমি মেলা-২৫ শুরু
- জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া প্রতিনিধি :
- প্রকাশ: ২৬ মে ২০২৫, ০২:১৪ PM , আপডেট: ২৬ মে ২০২৫, ০২:১৪ PM

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলাতেও শুরু হয়েছে ভূমি মেলা -২৫।
সোমবার (২৬ মে) সকালে উপজেলা পরিষদ এক বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ভূমি মেলার উদ্বোধন করা হয়। পরে উপজেলা হলরুমে জনসচেতনামূলক আলোচনা সভা ও ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়।এতে অংশ নেয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
উক্ত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ, মো মূসা মিয়া,উপজেলা বিএনপি সভাপতি শাহাদাত হোসেন রন্জু। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা ,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা,সাংবাদিক, গ্রাম পুলিশের সদস্য সহ প্রমূখ।