চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নিহত ২

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নিহত ২
  © ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে দুইজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে জেলার শিবগঞ্জে  এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মেরিনা বেগম (৪০) ও খাইরুল ইসলাম (৫০)। তাঁরা দু’জনই উপজেলার চককীর্তি ইউনিয়নের আঁখিরা গ্রামের বাসিন্দা। 

বজ্রপাতে দু’জন মারা যাওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ। তিনি বলেন, সকাল ৭টার দিকে ঝড় বৃষ্টির সময় তাঁরা বাড়ির পাশে আম বাগানে আম কুড়াচ্ছিল। এ সময় বজ্রপাত হলে তাঁদের মৃত্যু হয়।

চককীর্তি ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিয়া জানান, বজ্রপাতে নিহত দুজনের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে। তাদের দাফনের ব্যবস্থাও করা হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে দেশে বজ্রপাতে হতাহতের ঘটনা অনেক বেড়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের বজ্রপাত হচ্ছে।২০১৬ সালে সরকার বজ্রপাতকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করে। বজ্রপাতে হতাহতের সংখ্যা কমাতে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। 


মন্তব্য