পদ্মা সেতুতে পিকআপ উল্টে দু’জনের মৃত্যু

 সেতু
পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়  © সংগৃহীত

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দু’জন নিহত ও তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনার কারণে সেতু দিয়ে ঢাকামুখী যানবাহন চলাচল কিছুক্ষণ বন্ধ ছিল। 

নিহতরা হলেন—রাজু খন্দকার (৪৫) ও কাউসার (২৩)। এর মধ্যে কাউসার পিকআপের হেলপার ও রাজু পিকআপের মালিকের ভাই বলে জানা গেছে।

রোববার (১৭ জুলাই) রাত সোয়া ১০টার দিকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ১৪ নম্বর পিলারের সামনে এ দুর্ঘটনা ঘটে। পিকআপটি জাজিরা থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল বলে জানা গেছে।  

পদ্মা সেতু (উত্তর) থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক নজরুল ইসলাম বলেন, পিকআপটিতে গ্যাস সিলিন্ডার ছিল। তবে সিলিন্ডারে গ্যাস ভর্তি ছিল কি না তা নিশ্চিত নই। আর হতাহতদের সম্পূর্ণ পরিচয় এখনও জানা যায়নি।

শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. আসাদুজ্জামান জানান, গুরুতর আহত তিন জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন—ফাতেমা খন্দকার (১) মুক্তা (২৬) ও মো. ওমর ফারুক (৪৫)। 


মন্তব্য