হরিণাকুণ্ডুতে মৎস সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমূক্তকরণ
- ঝিনাইদহ প্রতিনিধি
- প্রকাশ: ২৪ জুলাই ২০২২, ০৬:৩৩ PM , আপডেট: ২৪ জুলাই ২০২২, ০৬:৩৩ PM

"নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে মাছের পোনা অবমূক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন।
রবিবার (২৪ জুলাই) ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলায় সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস কর্মকর্তার দপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে পরিষদ সংলগ্ন পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমূক্ত করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহার সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মূন্সী ফিরোজা সুলতানা এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পৌর মেয়র ফারুক হোসেন।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ মৎস্য খামারী কামাল উদ্দীন বলেন, তিন হাজার টাকার মাছের রেনু থেকে আজ আমি নয় লক্ষ টাকার মালিক হয়েছি। সাধু পানির মাছ থেকে আজ আমি সাবলম্বী হতে পেরেছি।
এছাড়াও অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নান্নু রেজার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা উজ্জল কুমার কুন্ডু, কাপাশহাটিয়া ইউপি চেয়ারম্যান শরাফত দৌলা ঝন্টু, চাঁদপূর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন,শ্রেষ্ঠ মৎস্যচাষী কামাল উদ্দীন, বজলুর রহমান। উপজেলা প্রকৌশলী রাকিব হাসান, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা মাহাফুজুল হক,মাধ্যমিক শিক্ষা অফিস সুপার ভাইজার মাসুরা খাতুন, জোড়াদাহ ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবু,রঘুনাথপূর ইউপি চেয়ারম্যান বসির উদ্দীন, দৌলতপূর ইউপি চেয়ারম্যান একে এম আজাদ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মৎস্য চাষী ও মৎস্যজীবীরা।