মহেশখালীতে আটক দুই মাদক ব্যবসায়ী
- কক্সবাজার প্রতিনিধি
- প্রকাশ: ০৯ আগস্ট ২০২২, ০২:২৭ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২২, ০২:২৭ PM

বান্দরবান থেকে চোলাই মদ সংগ্রহ করে কক্সবাজারের মহেশখালীর বিভিন্ন স্থানে বিক্রিকারী দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। সোমবার (৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে বড় মহেশখালীর ফকিরাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮শ’ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। জব্দ করা হয় মাদকবহনের কাজে ব্যবহারকারী সিএনজি অটোরিকসাও।
আটকরা হলেন— বড় মহেশখালী ইউনিয়নের দেবাঙ্গাপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের পুত্র মোজাম্মেল হক (৪০) ও মনুমিয়া সিকদার পাড়া গ্রামের মনুমিয়ার পুত্র নেজাম উদ্দীন (৪০)।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রনব চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮'শ লিটার দেশীয় মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা রেকর্ড হয়েছে।