ভ্যাকসিন থাকার পরও পাননি ছাত্রলীগ নেতা, সাপের কামড়ে মৃত্যু

মৃত্যু
নিহত মো. পারভেজ বেপারী  © সংগৃৃহীত

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় সাপের কামড়ে ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। গতকাল রোববার গভীর রাতে উপজেরার বৌলতলী গ্রামের বাড়িতে ঘুমন্ত অবস্থায় তাকে সাপে কামড় দেয়। পরে ঢাকার মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মো. পারভেজ বেপারী (২৫) বৌলতলী গ্রামের মো. হান্নান বেপারীর ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সদস্য ছিলেন।

নিহতের ছোট ভাই মো. পলাশ বেপারী বলেন, প্রতিদিনের মতো রাতে তারা দুই ভাই একসঙ্গে ঘুমিয়েছিলেন। দেড়টার দিকে পারভেজ তাকে ডান হাতের আঙ্গুলে কিছু একটা কামড় দিয়েছে বলে জানান। এরপর থেকে তিনি চোখে ঝাপসা দেখছিলেন।

তিনি আরও বলেন, আমরা হাত রশি দিয়ে বেঁধে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। চিকিৎসক জানান সেখানে সাপে কাটা রোগীর ভ্যাকসিন নাই। তারা ঢাকায় নিয়ে যেতে বলেন। মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন।

পলাশ আরও বলেন, যদি লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন পাওয়া যেত তাহলে আমার ভাই মারা যেত না।

লৌহজং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নাজমুস সালেহীন বলেন, রোগীর অবস্থা এমন ছিল যে লাইফ সাপোর্ট দরকার হতো। তা না থাকায় ভ্যাকসিন থাকা সত্ত্বেও প্রয়োগ করা যায়নি। তবে ঝামেলা এড়াতে ভ্যাকসিন না থাকার কথা বলা হয়েছে।


মন্তব্য