পেশায় মুরগি ব্যবসায়ী, পরিচয় দিতেন এসআই-ওসি, র্যাব-বিজিবির শীর্ষ কর্মকর্তা
- ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
- প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২২, ১০:০১ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২২, ১০:০১ PM

চট্টগ্রামের ফটিকছড়ির বেলাল হোসেন। পেশায় মুরগি ব্যবসায়ী হলেও পরিচয় দিতেন পুলিশের এসআই, ওসি, এএসপি। কখনো বা র্যাব, বিজিবির শীর্ষ কর্মকর্তা। এভাবে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে হাতিয়ে নিতো লাখ লাখ টাকা।
গতকাল বুধবার রাতে নাজিরহাট বাজার থেকে এক সহযোগীসহ তাকে গ্রেপ্তার করেছে র্যাব। বেলাল ফটিকছড়ির বক্তপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে। তার সহযোগী ভুজপুর থানার পশ্চিম সুয়াবিলের মৃত এজাহার মিয়ার ছেলে মো. ওসমান (৫৩)।
র্যাব জানায়, কখনো পুলিশ, কখনো র্যাব সেজে হাতিয়ে নিতো লাখ লাখ টাকা। গত ১৬ আগস্ট সন্ধ্যায় খোরশেদুল আলম নামে এক ব্যক্তির ফোনে এসআই পরিচয় দিয়ে পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা মোকদ্দমার ভয় দেখিয়ে তার কাছে ২০ হাজার টাকা দাবি করে প্রতারক বেলাল। ভয় পেয়ে তিনি রাতে ২০ হাজার ৪’শ টাকা বিকাশে তার কাছে পাঠায়। পরের দিন থানার ওসি সেজে পুনরায় তার কাছ থেকে বিকাশের মাধ্যমে ৩০৬০ টাকা নেয়। এদিনই সার্কেল এএসপি সেজে আবার ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করে। খোরশেদুল আলম রাতে আবারও তাকে বিকাশের মাধ্যমে ২৯ হাজার ৮৫০ টাকা পাঠায়। এরপর প্রতারক বেলাল এসপি সেজে তার বিভিন্ন বিষয়ে খোঁজ নেয়। এভাবে প্রতারক বেলাল তার কাছ থেকে মোট ৫৩ হাজার ৪০ টাকা হাতিয়ে নেয়। পরে আবার র্যাবের অফিসার সেজে তাকে ফোন দিয়ে বলে মামলাটি বর্তমানে র্যাবের কাছে আছে। সেজন্য তার কাছ থেকে আবারও টাকা দাবি করে। পরে তিনি অতিষ্ঠ হয়ে র্যাবকে বিষয়টি অবহিত করেন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, প্রতারণার অভিযোগ আমাদের কাছে আসলে তদন্ত করে ঘটনার সত্যতা পাই। এরপর গোয়েন্দা নজরদারি শুরু করে র্যাব। পরে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ১টায় নাজিরহাট বাজার এলাকা থেকে প্রতারক বেলালকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোরশেদ আলমের থেকে টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করে। বেলালের একট মুরগির ফার্ম ছিল। ২০২১ সালের মে মাসে সে সর্বপ্রথম প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার কাজ শুরু করে। এরপর থানার ওসি সেজে ইউনিয়ন পরিষদের দফাদারের কাছ থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদ প্রার্থীদের মোবাইল নম্বর সংগ্রহ করে পরবর্তীতে তাদেরকে নির্বাচনে সহযোগিতা করার কথা বলে বিভিন্ন পরিমাণ টাকা আদায় করে।
সর্বশেষ রাউজান থানায় এক শিশু মারা যাওয়ার ঘটনায় তার বাবার কাছে ময়নাতদন্তের ঝামেলা এড়ানোর কথা বলে নির্মমভাবে ৫ হাজার টাকা আদায় করেছে। গ্রেপ্তারের পর প্রতারক বেলালকে ও তার সহযোগীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।