সাপের কামড়ে শিক্ষকের মৃত্যু

সাপের কামড়ে শিক্ষকের মৃত্যু
নিহত মো. বদিউজ্জামান এপো   © সংগৃহীত

ঝিনাইদহে সাপের কামড়ে এক শিক্ষক মারা গেছে। শনিবার রাতে সদর উপজেলা এস্তেকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. বদিউজ্জামান এপো (৫০) ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলামের ছেলে। তিনি মধুপুর হাইস্কুলের প্রধান শিক্ষক ছিলেন।

নিহত বদিউজ্জামানের বন্ধু লিটন মিয়া বলেন, তার বন্ধু শনিবার রাত ১০টার দিকে নিজ পুকুরের পাড়ে শ্যালো মেশিন চালু করতে যায়। এ সময় সাপ তাকে কামড় দেয়। সে প্রথমে বাড়ির লোকজনকে কিছু জানায় নাই। এক পর্যায়ে বিষের যন্ত্রণায় কাতর হয়ে পড়লে সকলে টের পায়। পরে ঝিনাইদহ সদর হাসপাতালে যাওয়ার পথে ১টার দিকে তার মৃত্যু হয়।

সাপের কামড়ের পর বদিউজ্জামান প্রায় তিন ঘণ্টা বাড়িতে ছিলেন বলে জানান লিটন।

ঝিনাইদহ সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. লিমন পারভেজ জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই ওই শিক্ষকের মৃত্যু হয়েছে। সাপে কাটার প্রথম ঘণ্টার মধ্যে হাসপাতালে পৌঁছাতে পারলে আহতকে চিকিৎসা দিয়ে সুস্থ করা যায়।


মন্তব্য