সড়ক দুর্ঘটনায় আহত এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
- ফেনী প্রতিনিধি
- প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫৯ PM , আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫৯ PM

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুরে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার তিন দিন পর আলমাস উদ্দিন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
নিহত আলমাস উদ্দিন ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের শেখ মজিবল হক উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
এর আগে গত রোববার দুপুরে পরীক্ষা শেষ সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় তিনজন পরীক্ষার্থীসহ পাঁচ জন গুরুতর আহত হয়। আহত তিন জন শিক্ষার্থী হলেন আলমাস উদ্দিন (১৬), আব্দুল্লাহ আল মামুন (১৬), জহির উদ্দিন (১৭), আলমাসের মা হাসিনা আক্তার (৫০) ও অটোরিকশা চালক আনোয়ার হোসেন (২০)।
আলমাসের বাবা জহিরুল হক জানান, আলমাসের মা চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তে চিকিৎসাধীন আছেন। ছেলের মৃত্যুর খবর আলমাসের মাকে জানানো হয় নি। বাড়ির পারিবারিক কবরস্থানে আলমাসের দাফন করা হবে।
ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশেদ খান চৌধুরী জানান, মহাসড়কে দুর্ঘটনায় বাসচালককে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। দুর্ঘটনায় আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।