বেনাপোলে যুবকের পেটে মিলল ৩২ লাখ টাকার স্বর্ণ

সোনা
  © সংগৃৃহীত

যশোরের বেনাপোল চেকপোস্টে ইমিগ্রেশনের সময় এক যাত্রীর পেটের মধ্যে থাকা চারটি সোনার বার উদ্ধার করা হয়েছে। এসময় ইমাম হোসেন জীবন (২৪) নামে ওই পাসপোর্ট যাত্রীকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা।

মঙ্গলবার দুপুরে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়। আটক জীবন শরীয়তপুর জেলার আব্দুল হালিম মুন্সির ছেলে।

বেনাপোল কাস্টমসের শুল্ক গোয়েন্দার উপ-পরিচালক মনিরুজ্জামান চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে এক পাসপোর্ট যাত্রী কৌশলে বিপুল পরিমাণ স্বর্ণের চালান নিয়ে ভারতে যাবেন। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে সন্দেহভাজন এক যুবককে গতিরোধ করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্বীকার করেন, তার পেটের মধ্যে স্বর্ণের বার আছে। পরে তার পেটের মধ্যে থেকে ৪৬৪ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার জব্দ করা হয় এবং তাকে আটক করা হয়।  

তিনি আরও জানান, জব্দকৃত স্বর্ণের বারগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৩২ লাখ টাকা। আটক পাসপোর্ট যাত্রীর বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলেও জানান তিনি।


মন্তব্য