খাটের নিচে তেলের খনি!
- ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
- প্রকাশ: ২২ অক্টোবর ২০২২, ০৩:১৪ PM , আপডেট: ২২ অক্টোবর ২০২২, ০৫:৩৮ PM

চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগর থেকে চুরি হওয়া প্রায় ৩০ লাখ টাকার সরকারের টিসিবির তৈল উদ্ধার করেছে প্রশাসন। আজ শনিবার সকাল ৭টায় ইউপির ৪নং ওয়ার্ড থেকে তেলগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুনঃ ছোট ভাইকে গাছে বেঁধে কিশোরীকে ধর্ষণ
আরিফ হোসেন নামে ট্রান্সপোর্ট তথা তৈল সরবরাহকারী জানিয়েছে, আমি তিনটা গাড়িতে করে সরকারি টিসিবির তেলগুলো নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ময়মনসিংহে পাঠাচ্ছিলাম। গত ১৮ তারিখ আমার ২টা গাড়ি পৌঁছালেও ১টা গাড়ি না পৌঁছালে আমি খোঁজ খবর নিতে থাকি, ড্রাইভারকে ফোন দিয়ে না পেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করি।
তিনি আরও বলেন, পুলিশের সহায়তা ফটিকছড়ি থেকে তৈল উদ্ধার করি, গাড়িটি ছিল রিয়াদ কোম্পানির গাড়ি, আমার তেল ছিল ১৫ হাজার ৮৪০ লিটার। যে গুলোর দাম প্রায় ৩০ লাখ টাকা। তবে সবগুলো তেল এখনও পায়নি। তিনি আরও জানিয়েছেন, তেলগুলো চুরির সাথে ড্রাইভার, গাড়ির মালিক এবং ওসমান নামে একজন জড়িত।
উদ্ধারের সময় তেলগুলো বেডরুমের বক্স খাটের নিচে লুকিয়ে রাখা হয়েছিল। এ ঘটনায় ওই এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওসমান নামে এক ব্যক্তি শাশুর বাড়ি কাঞ্চন নগর ইউপির ৪নং ওয়ার্ডে তেলগুলো লুকিয়ে রাখে। ওসামন পাইন্দং ইউপির ৬নং ওয়ার্ডের কালু বাপের বাড়ির আহমদ রশিদের সন্তান।
তকে ওসানের স্ত্রী জানিয়েছে, আমার স্বামী এইগুলো নিয়ে আসছে তা আমরা জানতাম না।
আরও পড়ুনঃ নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস : ৭ লাখ টাকায় বিক্রি, ভাগ পান ঊর্ধ্বতন কর্মকর্তারাও
স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদিন সালা উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমার ওয়ার্ড ২নং, এই বাড়ির মালিকরা প্রবাসী। তারা ৪নং ওয়ার্ডে নতুন ঘর করছে, আমাকে সকাল ৭টায় পুলিশ ফোন করে আমি এসে পুলিশকে সহয়তা করি। এই ঘটনার নিন্দা জানাচ্ছি এবং দোষীদের শাস্তির দাবি করছি। তবে এই বাড়ির কেউ এই ঘটনার সাথে জড়িত নয়।
মামলার আয়ু ও সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, এই ঘটনায় মামলা হওয়ার পর তথ্যপ্রযুক্তির মাধ্যমে মিজান নামে গাড়ির ড্রাইভারকে চট্টগ্রাম শহর থেকে গ্রেফতার করি, তার তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে এসে ফটিকছড়ি থানা পুলিশের সহায়তায় তৈলগুলো উদ্ধার করি, তবে কী পরিমাণ তৈল রয়েছে এখন বলা যাচ্ছেনা। এছাড়া অভিযান এখনও চলছে বলে তিনি জানান।