রাজশাহী-রংপুর বাস বন্ধ, চাপ পড়েছে ট্রেনে

সারাদেশ
রাজশাহী রেলওয়ে স্টেশন  © ফাইল ফটো

রংপুর মোটর মালিক সমিতির ডাকা ধর্মঘটের কারণে রাজশাহী থেকেও রংপুরের উদ্দেশ্যে কোনো বাস ছেড়ে যাচ্ছে না। শুক্রবার (২৮ অক্টোবর) ভোর থেকে রাজশাহীর একটি বাসও রংপুর যায়নি। বাস না পেয়ে রাজশাহী থেকে দিনাজপুরগামী ট্রেনে যাত্রীর চাপ বেড়েছে।

রাজশাহী জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মতিউল হক টিটো বলেন, ‘ধর্মঘটের কারণে রাজশাহী-রংপুর রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। রংপুর ঢুকলে যদি গাড়ি ভাঙচুর করা হয়, তাহলে দায় কে নেবে? তবে বগুড়া পর্যন্ত বাস চলাচল করছে। রংপুরের যাত্রীরা বগুড়া পর্যন্ত গিয়ে অন্যভাবে রংপুর যাচ্ছেন।’

রাজশাহীর নওদাপাড়া বাস টার্মিনাল থেকে রংপুরের বাস ছেড়ে যায়। তবে বেশিরভাগ যাত্রী ওঠেন নগরীর ভদ্রা বাসস্ট্যান্ড থেকে।

শুক্রবার দুপুরে সরেজমিনে ভদ্রা গিয়ে দেখা যায়, রংপুরে যাওয়ার জন্য যাত্রীরা টিকেট চাইলেও কাউন্টার থেকে গাড়ি বন্ধ বলে জানিয়ে দেওয়া হচ্ছে। রংপুরের টিকেট না পেয়ে যাত্রীরা বগুড়ার বাসের টিকিট নিয়ে উঠছেন।

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মো. ওলিউল্লাহ জিয়া বলেন, ‘গাড়ি বন্ধ থাকলে তো আমাদেরই কষ্ট। আমরা তো ধর্মঘট চাই না। তারপরও যদি কোনো বিভাগে ধর্মঘট ডাকে, তখন সে বিভাগে আমরা গাড়ি পাঠাতে পারি না।’

রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম বলেন, ‘রাজশাহী থেকে রংপুর সরাসরি রেল যোগাযোগ নেই। তবে দিনাজপুরগামী ট্রেনে রাজশাহী থেকে রংপুরে যাওয়া যায়।’

তিনি বলেন, ‘সকাল ৬টা ২০ মিনিটে রাজশাহী থেকে চিলাহাটি পর্যন্ত যায় তিতুমীর এক্সপ্রেস। দিনাজপুরের ফুলবাড়ি অথবা সৈয়দপুরে ট্রেন থেকে নেমে সড়কপথে রংপুর যাওয়া যায়। শুক্রবারও এই ট্রেন রাজশাহী ছেড়ে গেছে। বাস বন্ধ থাকায় অন্য দিনের তুলনায় ট্রেনে যাত্রীর চাপ বেশি ছিল।’

এদিকে রাজশাহী বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মনে করছেন, শনিবার রংপুরে বিএনপির সমাবেশে নেতাকর্মীরা যেন অংশ নিতে না পারে, সে জন্য বাস বন্ধ করে দেওয়া হয়েছে।

জেলা বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসা বলেন, ‘রাজশাহী থেকে খুব বেশি নেতাকর্মী যে রংপুরের সমাবেশে যাবেন তা নয়। তারপরও সমাবেশ বানচাল করতে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। যারা যেতে চায়, তারা হয়তো ট্রেনে যাবে।’


মন্তব্য


সর্বশেষ সংবাদ