রেললাইনে বন্ধ হলো ভটভটির ইঞ্জিন : দুমড়েমুচড়ে দিলো একতা এক্সপ্রেস

রেললাইনে বন্ধ হলো ভটভটির ইঞ্জিন : দুমড়েমুচড়ে দিলো একতা এক্সপ্রেস
  © সংগৃহীত

দিনাজপুরের বিরল উপজেলায় রেললাইনের ওপর বন্ধ হয়ে যাওয়া আলুবাহী একটি ভটভটিকে ধাক্কা দিয়েছে আন্তনগর একতা এক্সপ্রেস। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। 

উপজেলার ধামইর ইউনিয়নের গোবিন্দপুর রেলক্রসিংয়ে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এতে ভটভটিটি দুমড়েমুচড়ে যায়। অন্যদিকে ক্ষতিগ্রস্ত হয় ট্রেনের সামনের বাতি।

দুর্ঘটনার ফলে ট্রেনটি ঘটনাস্থলে ২০ মিনিট আটকে ছিল। পরে মঙ্গলপুর স্টেশনে গিয়ে নষ্ট বাতি মেরামত করা হয়।

দিনাজপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ইঞ্জিনচালিত ভটভটিটি ৭০ থেকে ৮০ বস্তা আলু নিয়ে রেললইনের ওপর উঠে বন্ধ হয়ে যায়। ওই সময় ভটভটির চালক ও সহযোগীরা ট্রেন আসতে দেখে পালিয়ে যান। এরপর ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তনগর একতা এক্সপ্রেস ভটভটিকে ধাক্কা দেয়।


মন্তব্য