‘সেঞ্চুরি’ হাঁকাতে যাচ্ছে পেঁয়াজ

পেয়াজ
  © ফাইল ফটো

বাজারে পেঁয়াজের দাম বেড়েই চলেছে। দ্রুতগতিতে তা ‘সেঞ্চুরি’ হাঁকাতে যাচ্ছে। দেশি-বিদেশি প্রায় সবধরনের পেঁয়াজ প্রায় ১০০ টাকা ছুঁই ছুঁই। 

শুক্রবার (১৯ মে) রাজধানীর কারওয়ান বাজার, কাপ্তান বাজার ও আনন্দবাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে। এগুলোতে দেখা যায়, তুলনামূলক আকারে ছোট এবং ক্রস জাতের প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ থেকে ৯৫ টাকায়। 

সঙ্গত কারণেই বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। কিছুদিন আগেও ৩ কেজি পেঁয়াজ ১০০ টাকায় কিনেছেন তারা। কিন্তু এখন সেই দামে কিনতে হচ্ছে ১ কেজি।

পেঁয়াজের এ মূল্য বৃদ্ধিতে মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এজন্য অনেকে ব্যবসায়ীদের দোষারোপ করছেন। তারা মনে করছেন, সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে। 

রাজধানীর এক অভিজাত বাড়িতে কেয়ারটেকার হিসেবে কাজ করেন সাইফুর রহমান। বাড়ির মালিকের যাবতীয় বাজার করে দেন তিনি।


মন্তব্য


সর্বশেষ সংবাদ