বাজেটের সামষ্টিক অর্থনীতির প্রক্ষেপণ অলীক এবং অর্জনযোগ্য নয়: সিপিডি

বাজেট
বাজেটের তাৎক্ষণিক প্রক্রিয়ায় সিপিডি  © সংগৃৃহীত

প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে সামষ্টিক অর্থনীতির যেসব প্রক্ষেপণ করা হয়েছে তা অলীক এবং অর্জনযোগ্য নয় বলে মন্তব্য করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।

গতকাল বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

ফাহমিদা খাতুন বলেন, বাজেটে যেসব উদ্যোগের কথা ঘোষণা করা হয়েছে তা দিয়ে মূল্যস্ফীতি কমানো এবং জিনিসপত্রের মূল্যবৃদ্ধি রোধ করা সম্ভব নয়। এমনকি মূল্যস্ফীতি ৬ শতাংশে নামিয়ে আনার যে কথা বলা হয়েছে সেটাও এই বাজেটের মাধ্যমে করা সম্ভব হবে না।

তিনি বলেন, আমদানি করা নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর থেকে শুল্ক কমানোর পর্যাপ্ত কোনো উদ্যোগ এই বাজেটে নেই।

তবে ব্যক্তি করদাতা পর্যায়ে করমুক্ত আয়সীমা বিদ্যমান ৩ লাখ টাকা বাড়িয়ে সাড়ে ৩ লাখ টাকা করার সিদ্ধান্তের প্রশংসা করেছে সিপিডি।

কিন্তু সরকারি সেবা পেতে যাদের আয় করযোগ্য নয় তাদেরও কর শনাক্তকরণ নম্বরের (টিআইএন) বিপরীতে ন্যূনতম ২ হাজার টাকা কর ধার্য করাটা বুদ্ধিমানের কাজ নয় বলে মন্তব্য করেনফাহমিদা খাতুন। তিনি বলেন, 'এটি প্রত্যাহার করা উচিত।'

তিনি আরও বলেন, অর্থনৈতিক সংস্কারের কোনো উদ্যোগের কথা বাজেটে নেই। বাজেটে তিনবার আইএমএফের কথা বলা হয়েছে এবং আইএমএফের শর্ত পূরণের ইঙ্গিত রয়েছে।

সামগ্রিকভাবে, প্রস্তাবিত বাজেট চলমান অর্থনৈতিক সংকটের কথা স্বীকার করা হয়নি এবং সংকট মোকাবিলার কোনো সমাধানও দেওয়া হয়নি।


মন্তব্য