রুপিতে লেনদেনে বাংলাদেশ-ভারত দুই দেশই উপকৃত হবে: ভারতীয় হাইকমিশনার
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ১১ জুলাই ২০২৩, ০৪:৪৬ PM , আপডেট: ১১ জুলাই ২০২৩, ০৪:৪৬ PM

রুপিতে লেনদেন করলে বাংলাদেশ ও ভারত দুই দেশই উপকৃত হবে বলে জানিয়েছেন ঢাকায় অবস্থানরত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।
মঙ্গলবার (১১ জুলাই) রুপিতে লেনদেনের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে এসব বলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা।
ভারতীয় হাইকমিশনার বলেন, রুপিতে লেনদেন চালু হলে অন্য মুদ্রায় দায় দেনা মেটানোর জটিলতা দূর হবে। এটি ব্যবসায়ীদের জন্য আরও সহায়ক হবে। এর ফলে দুই দেশের বাণিজ্য আরও বাড়বে।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, রুপিতে লেনদেনের ফলে দুই দেশের ব্যবসায়ীদের খরচ কমে আসবে। ভারতে সাথে আমদানি-রপ্তানি আরও সহজ হয়ে যাবে।
এদিন বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীদের রুপিতে লেনদেন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর ফলে কোনো ব্যাংক বা ব্যবসায়ী ডলার কিংবা অন্য কোনো বৈদেশিক মুদ্রা দিয়ে রুপি কিনে আমদানি দায় নিষ্পত্তি করতে পারবে না।
বাংলাদেশ অংশে সোনালী, ইস্টার্ন ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার মাধ্যমে এ বাণিজ্য হবে। ভারতের অংশে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং আইসিআইসিআই ব্যাংকের মাধ্যমে লেনদেন হবে। আজ এক অনুষ্ঠানের মাধ্যমে রুপিতে লেনদেনের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করা হলো।