সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা কমলো

তেল
  © ফাইল ছবি

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৫ টাকা কমানো হয়েছে। এতে দেশের বাজারে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম হবে ১৬৯ টাকা। বর্তমানে বাজারে প্রতি লিটার সয়াবিন তেল ১৭৪ টাকায় বিক্রি হচ্ছে। সয়াবিন তেলের পাশাপাশি খোলা পাম তেলের দামও লিটারে চার টাকা কমানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে সয়াবিন ও পাম তেলের দাম কমানোর সিদ্ধান্তের কথা জানায়। 

আগামী রবিবার থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি।

এর আগে সর্বশেষ গত ১৩ আগস্ট বোতলজাত সয়াবিনের দাম লিটারে পাঁচ টাকা কমানো হয়েছিল। এক মাসের ব্যবধানে আরেক দফা দাম কমালো ভোজ্যতেল ব্যবসায়ীরা।

ভোজ্যতেল বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠনটি জানিয়েছে, নতুন দাম কার্যকর হলে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম হবে ১৬৯ টাকা। আর পাঁচ লিটারের বোতলজাত সয়াবিনের দাম কমে দাঁড়াবে ৮২৫ টাকা। আর প্রতি লিটার খোলা পাম তেলের দাম হবে ১২৪ টাকা।

এর আগে আজ দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ডিম, আলু ও দেশি পেঁয়াজের দাম বেঁধে দেওয়ার ঘোষণা দেন। তখন সয়াবিন তেলের দাম কমারও ঘোষণা দেন তিনি। 

পরে মিলমালিকদের সংগঠন বিজ্ঞপ্তি দিয়ে তেলের দাম কমানোর ঘোষণা দেয়। তবে এ দফায় খোলা সয়াবিন তেলের দাম কত হবে, সে বিষয়ে কিছু জানায়নি সংগঠনটি।


মন্তব্য


সর্বশেষ সংবাদ