সুইজারল্যান্ড থেকে এলএনজি এবং আমিরাত থেকে গম কিনবে সরকার

এলএনজি-গম
  © ফাইল ছবি

সুইজারল্যান্ড থেকে এক কার্গো বা ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ (মিলিয়ন মেট্রিক ব্রিটিশ থার্মাল ইউনিট) এলএনজি কিনছে সরকার। এতে ব্যয় হবে ৭১৩ কোটি এক লাখ ৭৪ হাজার ৬৮৮ টাকা। এছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকে ৫০ হাজার টন গম কিনছে সরকার।

বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এ সংক্রান্ত জ্বালানি বিভাগের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের এসব তথ্য জানান।

আরও পড়ুন:- টিসিবির জন্য ৩৮৭ কোটি টাকার তেল-ডাল কিনছে সরকার

সাঈদ মাহবুব খান জানান, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রস্তাবের পর পেট্রোবাংলার মাধ্যমে সুইজারল্যান্ডের এম/এস টোটাল ইঞ্জিনিয়ারিং গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৭১৩ কোটি ১ লাখ ৭৪ হাজার ৬৮৮ টাকা।

এছাড়া খাদ্য অধিদপ্তর কর্তৃক আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-৪ এর আওতায় দুবাইয়ের এমএস গ্রাইন ফ্লাওয়ার ডিএমসিসি থেকে ১৬২ কোটি ৯৫ লাখ ৯৮ হাজার ৭৫০ টাকা ব্যয়ে ৫০ হাজার টন গম কিনবে সরকার।


মন্তব্য


সর্বশেষ সংবাদ