আইএফআইসি ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি পালন 

ব্যাংকে
  © টিবিএম ফটো

"আর্থিক সাক্ষরতাই নিরাপদ ভবিষ্যৎ"- এই স্লোগানকে সামনে রেখে সকল শ্রেণী পেশার নারীদেরকে নিয়ে আইএফআইসি ব্যাংকের দনিয়া শাখা আর্থিক সাক্ষরতা কর্মসূচি পালন করে। 

উক্ত অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন দনিয়া শাখার সম্মানিত শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আবু সাঈদ খান মোস্তাক, ব্যাংকের প্রধান কার্যালয়ের আর্থিক সাক্ষরতা বিষয়ক কর্মকর্তা  মোহাম্মদ রাইসুল ইসলাম, সফল নারী উদ্যোক্তা নাসিমা আক্তার, হাজী বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ তাসলিমা রহমান সহ স্হানীয় গনমাণ্য ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা আর্থিক খাতে নারীদের অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তা ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন।এছাড়াও আর্থিক সাক্ষরতার সার্বিক বিষয় ভিডিওচিত্র প্রদর্শনী করেন দনিয়া শাখার কর্মকর্তা তৃনা খানম এবং আয়শা সিদ্দিকা হুমায়রা।

পরিশেষে দনিয়া শাখার কাস্টমার সার্ভিস ম্যানেজর হাওয়া আক্তার ময়না সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষনা করেন।


মন্তব্য