মূল্যস্ফীতি নিয়ে কাজ চলছে, রাতারাতি তো নিয়ন্ত্রণ হবে না: অর্থমন্ত্রী
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১৯ PM , আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১৯ PM

রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বৈশ্বিক মন্দা পরিস্থিতির কারণে বেড়েছে মূল্যস্ফীতি। তবে হাতে নেয়া উদ্যোগ বাস্তবায়িত হলে মূল্যস্ফীতি কমে আসবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে আগারগাঁওয়ে ইআরডি ভবনে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) অ্যানা বেজার্ডের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, সরকারের মেগা প্রকল্প নিয়ে সমালোচনা করলে লাভ হবে না। বর্তমান এবং ভবিষ্যতের কথা চিন্তা করেই এগুলো বাস্তবায়ন করা হচ্ছে।
সমালোচকদের উদ্দেশ্য করে অর্থমন্ত্রী বলেন, শুধু ক্রিটিসিজম করলে কোনো লাভ হবে না। এগুলো শেখ হাসিনা বানিয়েছেন ঠিকই কথা। কিন্তু বানিয়েছেন তো একটা দৃষ্টিভঙ্গি নিয়ে, একটা চিন্তা নিয়ে। বর্তমান এবং উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে এবং জনগণ এটা গ্রহণ করেছে।
মূল্যস্ফীতি নিয়ে কাজ চলছে উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, এর জন্য অপেক্ষা করতে হবে, রাতারাতি তো হবে না। আল্টিমেটলি এই ক্রাইসিসটা তো ম্যানেজ করতে হবে।’
এ সময় সরকারের উদ্যোগে সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়ে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) অ্যানা বেজার্ড বলেন, গত দুই বছর যাবৎ বিশ্ব অর্থনীতি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। প্রত্যেক দেশের অর্থনীতিতে এর প্রভাব পড়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই এখন বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ।
বৈঠকে অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার, ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী, বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজারসহ সংস্থাটির ঢাকা অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।