ভারতের কাছে ৫ ধরণের খাদ্যপণ্য আমদানির নিশ্চয়তা চেয়েছে বাংলাদেশ

ভারত
  © ফাইল ছবি

বাজারে দাম বৃদ্ধি ও ঘাটতি মোকাবেলায় ভারত থেকে চাল ও গমসহ মোট ৫টি খাদ্যপণ্য আমদানির বাৎসরিক নিশ্চয়তা চেয়েছে বাংলাদেশ। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুসতান টাইমস্কে এই তথ্য নিশ্চিত করেছেন বিষয়টির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বাংলাদেশ ও ভারত সরকার বিষয়টি নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা করছে। এক্ষেত্রে নয়াদিল্লিকে পেঁয়াজ, আদা ও রসুনসহ পণ্যগুলির জন্য নির্দিষ্ট কোটার বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করতে বলেছে। নাম প্রকাশ না করার শর্তে এর সাথে সংশ্লিষ্ট লোকেরা এই তথ্য জানিয়েছেন।

তবে আলোচনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এই ধরনের পণ্য রপ্তানির সাথে বেশকিছু বিষয় জড়িত থাকায় এখনও উভয় পক্ষ ঐক্যমতে পৌঁছাতে পারেনি।

দেশীয় চাহিদা মেটাতে ভারত ২০২২ সালের মে মাসে গম রপ্তানি এবং ২০২৩ সালের জুলাইয়ে বাসমতি নয় এমন চাল রপ্তানি নিষিদ্ধ করেছিল। একইসাথে গত ডিসেম্বরে প্রায় চার মাস পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করে দেশটির সরকার।

তবে ভারত কেস টু কেস ভিত্তিতে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, নেপাল এবং শ্রীলঙ্কার মতো আশেপাশের প্রতিবেশী দেশগুলিতে চাল, গম এবং পেঁয়াজ সরবরাহ করেছে।


মন্তব্য