যোগান নিশ্চিতের পরও ঊর্ধ্বমুখী আলু-পেঁয়াজের দাম

আলু
  © ফাইল ছবি

দুই উৎস থেকে যোগান নিশ্চিত করার পরও বাড়ছে আলুর দাম। এবার মৌসুমের শুরুতেই প্রতি কেজি আলুর দাম ছাড়িয়েছে ৫০ টাকার ঘর। ক্রেতাদের অভিযোগ, বাজার তদারকিতে অবহেলা আর অব্যবস্থাপনার কারণে সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। কোরবানীর আগে ঊর্ধ্বমুখী মসলার দামও বাড়াচ্ছে দুশ্চিন্তা। বাজারে নিত্যপণ্যের দামের  ঊর্ধ্বগতি যেনো ঘি ঢেলেছে প্রকৃতিতে বহমান তীব্র উত্তাপে। যাতে ভোগান্তি বহুগুণ বাড়িয়েছে সাধারণ ক্রেতাদের।

মৌসুমের শুরুতেই এবার লাগামছাড়া আলুর দাম। রাজধানীর বিভিন্ন বাজারে সপ্তাহ ব্যবধানে ৫ টাকা বেড়ে খুচরায় প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। তবে কারওয়ান বাজারের পাইকারিতে একই আলুর দাম ৪০ টাকা। অথচ দেশে আলুর উৎপাদন পর্যাপ্ত, আমদানি হচ্ছে বিদেশ থেকেও। বাড়ছে পেঁয়াজের দামও।

ঈদুল ফিতরের ছুটিতে আমদানি বন্ধ থাকার অজুহাতে বাড়ছে বিভিন্ন ধরনের মসলার দাম। ২২শ' টাকার এলাচ এক লাফে ছুঁয়েছে ২৭শ' টাকার ঘর। বাড়তি লবঙ্গ, দারচিনি, আদা ও রসুনের দরও। তবে তুলনামূলক কমে বিক্রি হচ্ছে জিরা।

এদিকে চাহিদা ও যোগানের সমন্বয়হীনতায় বেশ কিছুদিন ধরে চড়া সবুজ শাকসবজির দর। এতে করে চরম ভোগান্তিতে আছে সাধারন ক্রেতারা।


মন্তব্য