এনবিআরের রাজস্ব আদায়ে ঘাটতি ২৭ হাজার কোটি টাকা
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ২৯ জুলাই ২০২৪, ০৭:০৭ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৪, ০৭:০৭ PM

রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থেকে গত এক দশক ধরে পিছিয়ে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। ২০২৩-২৪ অর্থবছরে ৩ লাখ সাড়ে ৮২ হাজার কোটি টাকার রাজস্ব আদায় করে সংস্থাটি। যা সংশোধিত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থেকে ২৭ হাজার ৪২৯ কোটি টাকা কম।
এসময়ে রাজস্ব আহরণে প্রবৃদ্ধি ছিল ১৫ শতাংশের বেশি। আয়ের সবচেয়ে বড় খাত ভ্যাটের প্রবৃদ্ধি ছিল ২০ শতাংশের বেশি। গত অর্থবছরের বাজেটে এনবিআরকে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হলেও পরে সংশোধন করে ২০ হাজার কোটি টাকা কমানো হয়।
অর্থবছরটিতে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে আয়কর ও ভ্রমণ কর খাতে। এ খাত থেকে রাজস্ব আহরণ হয় এক লাখ ৩১ হাজার ২৫ কোটি টাকা। চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা।