বাজেট সংশোধন করা হবে: অর্থ উপদেষ্টা

বাজেট
  © সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, বাজেট সংশোধন হবে, তবে কালো টাকা আর তৈরি করতে দেওয়া হবে না।

আজ রবিবার (২৫ আগস্ট) রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ‘বিদেশে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনা হবে। এই বিষয়ে বাংলাদেশ ব্যাংক কাজ করছে। বাজেটের বিষয়ে একক সিদ্ধান্ত নেওয়া যাবে না। অনেক পক্ষ থেকে প্রস্তাব আসছে সুতরাং বাজেট সংশোধন হবে। তবে কালো টাকা আর তৈরি করতে দেওয়া হবে না।’

 সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘বৈদেশিক ঋণ বেছে নেবো, ঋণের বোঝা বাড়ছে। যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ আমাদের অনুদান দেয়, এগুলো নেওয়া হবে। এক বছরের প্রকল্প পাঁচ বছর লাগে- এমন প্রকল্পে বৈদেশিক ঋণ নেওয়া হবে না।’

জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, ‘জাতিসংঘের সহযোগী ৪১টি সংস্থা দেখা করেছে। আমাদের অর্থনৈতিক, সমতা ভিত্তিক উন্নয়নে তারা পাশে থাকবে। তাদের সাজেশন শুনলাম। সমতা বৃদ্ধি ও টেকসই উন্নয়ন করবো। রোহিঙ্গাদের প্রতি দৃষ্টি দিতে হবে নিজ ভূমে রোহিঙ্গাদের সেটেল করার জন্য।'

সালেহ উদ্দীন আরও বলেন, ‘আমন ধান কিভাবে সংগ্রহ করা যায় এটা নিয়ে কাজ করছি। নারী হেলথ ও পুষ্টি নিয়ে কাজ করছি। ফ্লাড ড্যামেজ নিয়ে কাজ করবো।’

ঢাকা শহরে আন্দোলন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘যারা আন্দোলন করছেন তাদের ইগনোর করতে পারি না। যারা মাঠে আন্দোলন করছেন তাদের বেদনা আছে। এতদিন কেউ বলতে সাহস করেনি। আমাদের সরকারের বয়স বেশি না এটা সমাধানের চেষ্টা করছি। যারা বৈষম্যের শিকার হচ্ছে তাদের বিষয়টা আমাদের বিবেচনায় আছে।’