অভিযানের খবরে ১৮০০ টাকার ইলিশ ১৫০০!
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৭ PM , আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৭ PM
ভরা মৌসুমেও ইলিশের দামে আগুন। সিন্ডিকেটের কারণেই মূলত ইলিশ সাধারণের নাগালের বাইরে। একই অবস্থা ফরিদপুরেও। খবর পেয়ে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানের সময় ইলিশের দাম কমে যায় কেজিতে ২০০-৩০০ টাকা।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শহরের হাজী শরীয়তুল্লাহ ইলিশের বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানের পর মাছ কিনতে আসা দাউদ হোসেন বলেন, ‘অভিযানের আগে যে ইলিশের দাম ১৮০০-১৯০০ টাকা ছিল, এখন তা কমে ১৫০০-১৬০০ টাকায় চলে এসেছে। এরকম নজরদারি মাঝে মধ্যেই হওয়া দরকার। তবেই অসাধু ব্যবসায়ীদের হাত থেকে ভোক্তারা রেহাই পাবেন।’
ফরিদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ জাগো নিউজকে বলেন, দুই আড়তমালিকে ৪০ হাজার করে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রাথমিকভাবে বাকি ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। ভোক্তা অধিদপ্তরকে অভিযানে সহযোগিতা করেন আনসার ব্যাটালিয়নের সদস্য ও শিক্ষার্থীরা।