আশুলিয়ায় এখনো বন্ধ অন্তত ২০ কারখানা

আশুলিয়া
  © সংগৃহীত

বিজিএমইএ’র নির্দেশনা থাকলেও আশুলিয়ার সব পোশাক কারখানা এখনও খোলেনি। শ্রমিক অসন্তোষের জেরে বর্তমানে আশুলিয়া শিল্পাঞ্চলের অন্তত ২০টি পোশাক কারখানা বন্ধ রয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে কারখানায় গিয়ে শ্রমিকরা বন্ধের নোটিশ দেখতে পান। এসব কারখানাগুলোর মধ্যে ১৮টি আগে থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। বাকি দুটি কারখানায় চলছে সাধারণ ছুটি।

এদিকে, খোলা কারখানাগুলোতে পুরোদমে উৎপাদন চলছে। ফিরেছে কর্মচাঞ্চল্য। তাছাড়া, কারখানার বাইরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া শিল্পাঞ্চলে যৌথবাহিনীর টহলও অব্যাহত রয়েছে।

অপরদিকে গাজীপুরের কারখানোগুলো পুরোদমে সচল রয়েছে। রোববার সকালে থেকেই নির্ধারিত সময়ে দলে দলে কারখানায় প্রবেশ করেন শ্রমিকরা।