আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ দেখা যায়নি; শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা

শ্রমিক
  © সংগৃহীত

গত কয়েকদিনের শ্রমিক অসন্তোষের পর অবশেষে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকেরা। এখন পর্যন্ত নতুন করে কোনো শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি। তবে বন্ধ রয়েছে ১৭টি কারখানার উৎপাদন।

কয়েকদিনের চলমান শ্রমিক অসন্তোষের জেরে এবং নিরাপত্তার স্বার্থে আশুলিয়া শিল্পাঞ্চলের ১৮৬৩টি শিল্প কারখানার মধ্যে উৎপাদন বন্ধ রয়েছে ১৭টি কারখানায়। এই ১৭টির মধ্যে শ্রম আইনের ১৩ এর (১) ধারায় বন্ধ রয়েছে নয়টি এবং বাকি আটটিতে দেওয়া হয়েছে সাধারণ ছুটি।

শিল্প পুলিশ ১-এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে শান্তিপূর্ণভাবে শিল্পাঞ্চলের প্রায় সব কারখানার শ্রমিকেরা কর্মস্থলে যোগ দিয়ে উৎপাদন শুরু করেছেন। শ্রমিক উপস্থিতিও রয়েছে স্বাভাবিক দিনের মতোই।

শিল্পাঞ্চলের কোথাও কোনো শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি জানিয়ে শিল্প পুলিশ বলছেন, শিল্পাঞ্চলের ১৮৬৩টি কারখানার মধ্যে অর্থনৈতিক সংকট ও নিরাপত্তার স্বার্থে আজ শ্রম আইনের ১৩ এর (১) ধারায় নয়টি এবং সাধারণ ছুটি দিয়ে আটটি অর্থাৎ ১৭টি কারখানা বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

শিল্প পুলিশ সমন্বয় করে এসব কারখানাগুলো খোলার চেষ্টা চালাচ্ছে জানিয়ে আরও জানান, শিল্পাঞ্চলের পরিবেশ আজ স্বাভাবিক থাকলেও গত কয়েক দিনের মতোই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে আছেন। শিল্পাঞ্চলে সেনা টহল অব্যাহত রাখা হয়েছে।