সেপ্টেম্বরে প্রতিদিন রেমিট্যান্স এসেছে ৭ কোটি ৫৪ লাখ ডলার

রেমিট্যান্স
  © ফাইল ছবি

গত দুই মাসে রেমিট্যান্স প্রবাহে বইছে সুবাতাস। এর মধ্যে চলতি অর্থবছরের সেপ্টেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় এসেছে ২১১ কোটি ৩১ লাখ ১০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২৫ হাজার ৩৫৭ কোটি ৩২ লাখ টাকা। 

সেপ্টেম্বরে আসা রেমিট্যান্সের পরিমাণ আগস্টের তুলনায় বেশি। গতকাল রবিবার (২৯ সেপ্টেম্বর) এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। 

২৮ দিনে প্রবাসী আয়ের হিসেবে সেপ্টেম্বরের মাসে প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে ৭ কোটি ৫৪ লাখ ৬৮ হাজার ২১৪ ডলার। আর আগের মাস আগস্টে প্রতিদিন রেমিট্যান্স এসেছিল ৭ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৩৩৩ ডলার। 

আগের বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৪ কোটি ৪৪ লাখ ৭৮ হাজার ৩৩৩ মার্কিন ডলার।