কাটলো অস্থিরতা, শতভাগ উৎপাদনে আশুলিয়া শিল্পাঞ্চল
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০১:২৩ PM , আপডেট: ০৭ অক্টোবর ২০২৪, ০১:২৩ PM
-10725.jpg)
গেল কয়েক দিনের অস্থিরতা কাটিয়ে প্রায় শতভাগ উৎপাদনে আশুলিয়া শিল্পাঞ্চল। শিল্প পুলিশ জানায়, সকাল থেকে শিল্প কারখানাগুলোতে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়ে উৎপাদন শুরু করেছে।
শিল্পাঞ্চলে বিক্ষোভসহ শ্রমিক অসন্তোষ না থাকলেও যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় আছে। গত কয়েকদিন শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তার স্বার্থে এক হাজার ৮৬৩ শিল্প কারখানার মধ্যে মালিকপক্ষ প্রতিদিন ২০ থেকে অর্ধ শতাধিক পোশাক কারখানা বন্ধ রেখেছে। আজ মাত্র একটি কারখানা বন্ধ আছে। আশা করা হচ্ছে, আগামীকাল কারখানাটি খুলে দেয়া যাবে।
গাজীপুরের শিল্পাঞ্চলে ৮টি কারখানা বন্ধ আছে। বাকী সব কারখানায় স্বাভাবিক পরিবেশেই উৎপাদন কার্যক্রম চলছে। শ্রমিকদের নিরাপত্তায় টহল দিচ্ছে শিল্প পুলিশ বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, সকাল থেকেই গাজীপুরে বেশির ভাগ কারখানা খোলা রয়েছে। কোথাও শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি। কারখানার নিরাপত্তায় শিল্প পুলিশের পাশাপাশি জেলা পুলিশ ও মহানগর পুলিশ কাজ করছে।