কাল থেকে সব শ্রেণির ভোক্তারা পাবেন টিসিবির পণ্য
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ০৭:৫৭ PM , আপডেট: ২৩ অক্টোবর ২০২৪, ০৭:৫৭ PM
আগামী বৃহস্পতিবার (২৪ অক্টোবর) থেকে ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি খোলা ট্রাক থেকে কার্ড ছাড়া ব্যক্তিও পাবেন টিসিবির পণ্য।
আজ বুধবার (২৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্ন আয়ের এক কোটি কার্ডধারীর পাশাপাশি সব শ্রেণির ভোক্তাদের মাঝে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি হবে। ঢাকা মহানগরীতে ৫০টি ও চট্টগ্রামে ২০ টি ট্রাকের মাধ্যমে তেল, ডাল ও চাল কিনতে পারবেন ভোক্তারা।
এতে আরও বলা হয়, টিসিবির নির্ধারিত পয়েন্টে খোলা ট্রাকে ন্যায্যমূল্যের পণ্য কিনতে পারবেন ভোক্তারা। ট্রাক থেকে ৪৭০ টাকায় ৫ কেজি চাল, ২ কেজি মসুর ডাল ও ২ লিটার সয়াবিন তেল কেনা যাবে।
এছাড়াও প্রতি লিটার তেল ১০০ টাকা, ডাল ৬০ টাকা আর চাল বিক্রি করা হবে ৩০ টাকা কেজি দরে।
আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম।