দুই দেশ থেকে এলএনজি আমদানির সিদ্ধান্ত

গ্যাস
  © ফাইল ফটো

জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে দুই দেশ থেকে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (৬ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত দুটি পৃথক প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, সুইজারল্যান্ডের মের্সাস টোটালএনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে ৬১৮ কোটি ৮৯ লাখ ৩ হাজার ৮৮৪ টাকা ৮০ পয়সা (ভ্যাট ও ট্যাক্সসহ) ব্যয়ে এক কার্গো (২৩-২৪ নভেম্বর সময়ের জন্য ৩৩তম) এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া সিঙ্গাপুরের গানভর সিঙ্গাপুর পিটিই লিমিটেড থেকে ৬৩৫ কোটি ৪৩ লাখ ৯১ হাজার ৬৮০ টাকা (ভ্যাট ও ট্যাক্সসহ) ব্যয়ে এক কার্গো (৪-৫ ডিসেম্বর সময়ের জন্য ৩৪তম) এলএনজি কিনবে সরকার। এদিকে আরেকটি প্রস্তাবে কাতার থেকে ৩০ হাজার টন ইউরিয়া সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার।

জানা গেছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরে কাতারের মুনতাজাত থেকে ১৪০ কোটি ২৮ লাখ ১২ হাজার টাকা ব্যয়ে ৩০ হাজার টন ব্যাগড প্রিণ্ড ইউরিয়া সার আমদান কিনবে সরকার।