সুইজারল্যান্ড থেকে দুই কার্গো এলএনজি কিনবে সরকার
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ০৭:২৪ PM , আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪, ০৭:২৪ PM
সুইজারল্যান্ড থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যার ব্যয় হবে এক হাজার ৩২৬ কোটি ৫৪ লাখ টাকা।
আজ বুধবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সুইজারল্যান্ডের মেসার্স টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার প্রাইভেট লিমিটেড থেকে এই এলএনজি কিনবে সরকার।
জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক প্রস্তাবে ( আগামী ৫-৬ জানুয়ারি ) সুইজারল্যান্ড থেকে ৬৫৪ কোটি ৩০ লাখ ৮৯ হাজার ২৮০ টাকার এক কার্গো এলএনজি কেনা হবে। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ধরা হয়েছে ১৩ দশমিক ৮৭ মার্কিন ডলার।
এ ছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আর এক প্রস্তাবে (৯-১০ জানুয়ারি সময়ে) সুইজারল্যান্ডের একই কোম্পানি থেকে প্রতি এমএমবিটিইউ এলএনজির ১৪ দশমিক ২৫ মার্কিন ডলার ধরে ৬৭২ কোটি ২৩ লাখ ৫২ হাজার টাকার এক কার্গো এলএনজি আমদানি করবে সরকার।