বাংলাদেশ ব্যাংকের সকল কর্মকর্তাদের লকার ফ্রিজ
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৫ PM , আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৫ PM

বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ সাবেক ও বর্তমান কর্মকর্তাদের সব লকার ফ্রিজ করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে, কোনও কর্মকর্তা তাদের লকার থেকে রক্ষিত মালামাল এখন আর তুলতে পারবেন না।
আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে, দুর্নীতি দমন কমিশন (দুদক) বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ভল্টে রাখা সব কর্মকর্তার সেফ ডিপোজিট সাময়িকভাবে ফ্রিজ করার জন্য গভর্নরকে একটি চিঠি পাঠায়, যাতে কর্মকর্তারা মালামাল সরাতে না পারেন।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক শাহরিয়ার সিদ্দিকী নিশ্চিত করে বলেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে চিঠি পাঠানোর মাধ্যমে সব লকার ফ্রিজ করার জন্য বলা হয়েছে। ২ ফেব্রুয়ারি দুদক পরিচালক কাজী সায়েমুজ্জামান এই চিঠিটি পাঠান।
চিঠিতে বলা হয়েছে, ২৬ জানুয়ারি আদালতের অনুমতিতে দুদকের একটি দল বাংলাদেশ ব্যাংকের কয়েন ভল্টে সিতাংশু কুমার সুর চৌধুরীর সেফ ডিপোজিট তল্লাশি করে। সেখান থেকে ৫৫ হাজার ইউরো, ১ লাখ ৬৯ হাজার ৩০০ মার্কিন ডলার, ১০০৫.৪ গ্রাম স্বর্ণ, এবং ৭০ লাখ টাকার এফডিআর পাওয়া যায়।
তল্লাশিকালে রেজিস্ট্রার পরীক্ষা করে দেখা যায়, সেখানে বাংলাদেশ ব্যাংকের অন্য কিছু কর্মকর্তাও সিলগালা করে সেইফ ডিপোজিট রেখেছেন। এসব সিলগালা কৌটাতেও অপ্রদর্শিত সম্পদ থাকার অবকাশ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ পাচারসহ বিভিন্ন অভিযোগে দুদকের অনুসন্ধান চলমান রয়েছে বলে মনে করছে দুদক।
এর আগে গত ৩০ জানুয়ারি দুদক চেয়ারম্যান এবং অর্থ উপদেষ্টার মধ্যে ‘দুদক ও সম্পদ পুনরুদ্ধার বিষয়ক’ আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশ ব্যাংকের ভল্টে রক্ষিত সম্পদ সাময়িকভাবে ফ্রিজ করার বিষয়ে সম্মতি দেওয়া হয়।