দেশে ডলারের কোনো সংকট নেই, ঘাটতি আছে: পরিকল্পনামন্ত্রী

ডলার
  © ফাইল ছবি

বাংলাদেশে ডলারের সরবরাহে কোনো সংকট নেই জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, চাহিদার তুলনায় ডলার সরবরাহে কিছুটা ঘাটতি আছে। 

আজ শনিবার সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে হাওর-ভাটির জনপ্রিয় কুস্তি খেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, রেমিট্যান্স এই মাসে বেড়েছে, রপ্তানিও বাড়ছে। ধীরে ধীরে আগামী বছরের মার্চ-এপ্রিল মাসের মধ্যে আবারও সব নরমাল হয়ে যাবে বলে মন্তব্য করেছেন 

দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে তিনি বলেন, ‘মাঝে করোনার কারণে বিশ্বব্যাপী মোড়লদের যন্ত্রণায় আমরাও ক্রসফায়ারের মধ্যে পরে গিয়েছিলাম। সারা বিশ্বে মূল্যস্ফীতি কমে আসছে। তেল ও গ্যাসের দাম কমে আসছে। আমরা এখন ভালো আছি।’

কুস্তি খেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সাঈদ, অতিরিক্ত জেলা প্রশাসক, কুস্তি খেলা আয়োজক কমিটির আহ্বায়ক মো. জাকির হোসেন প্রমুখ।


মন্তব্য