পুসানে বছরে প্রায় সাড়ে ৬ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি চলমান
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ১০ মার্চ ২০২৩, ১১:৪২ AM , আপডেট: ১০ মার্চ ২০২৩, ১১:৪২ AM

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশন অব নাটোর - বাংলাদেশ (PUSAN) ২০১৭ সালে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে প্রতিষ্ঠিত একটি সংগঠন যার সদস্য কেবল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নাটোর জেলার শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সহযোগিতাকল্পে ২০২২ থেকে চালু হয় "পুসান শিক্ষাবৃত্তি"। বর্তমানে "পুসান শিক্ষাবৃত্তি"র আওতায় প্রতি মাসে ২৫ জন শিক্ষার্থীকে মাসিক ২০৪০\- টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে, যার বাৎসরিক পরিমাণ সাড়ে ৬ লক্ষ টাকা।
"আমার হৃদয়ে নাটোর" এর সহযোগিতায় প্রথম পর্যায়ে ১১ জন শিক্ষার্থীকে "পুসান শিক্ষবৃত্তি"র আওতায় আনা হয় মার্চ,২০২২ থেকে। মার্চ ২০২৩ থেকে এই সংখ্যা ১৫ জনে উন্নীত করা হয়। গত ৬ই মার্চ, ২০২৩ রাতে এক অনলাইন ফলাফল ঘোষণা অনুষ্ঠানের মাধ্যমে ১৫ জন শিক্ষার্থীর চুড়ান্ত নাম প্রকাশ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাটোর ১ আসন (লালপুর-বাগাতিপাড়া) এর সম্মানিত সংসদ সদস্য জনাব শহিদুল ইসলাম বকুল এমপি, বাংলাদেশ পুলিশ হেডকোয়াটার্সের অতিরিক্ত মহাপরিদর্শক জনাব মো. আলমগির কবির, জেলা প্রশাসক জনাব শামীম আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের ২য় সচিব জনাব গোলাম কিবরিয়া, নাটোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মো. সাইদুল ইসলাম, বাংলাদেশ মৎস গবেষণা ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব প্রকৌশলী লতিফুল ইসলাম, নাটোর প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব ফরাজী রফিক আহম্মদ বাবন, নাটোর জেলা সমিতি চট্টগ্রামের সভাপতি বিশিষ্ট শিল্পপতি জনাব মোখলেসুর রহমান সপু, নাটোর জেলা সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক ও পুসান কেন্দ্রীয় পরিচালনা পরিষদের প্রধান উপদেষ্টা পুসানবন্ধু জনাব শেখ আব্দুস সোবহান, লাভলী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা জনাব সিলভিয়া পারভীন লেনী, কল্লোল ফাউন্ডেশনের সভাপতি জনাব কোহেলী কুদ্দুস মুক্তি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট জনাব এস. এম. শহীদুল ইসলাম সোহেল ও বাংলাদেশ দূতাবাস, রোমানিয়া'র সম্মানিত দূতালয় প্রধান জনাব শেখ কৌশিক ইকবাল।
এছাড়াও শিক্ষাবৃত্তি প্রণয়ন কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন পুসানের প্রতিষ্ঠাতা ও পুসান কেন্দ্রীয় পরিচালনা পরিষদের প্রধান সমন্বয়ক ফাদার অব পুসান জনাব তানভীর আনোয়ার, স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পুসান কেন্দ্রীয় সাংগঠিক কমিটির সাধারণ সম্পাদক জনাব মো. জুবায়ের হোসেন লিখন, সঞ্চালনায় ছিলেন পুসান কেন্দ্রীয় পরিচালনা পরিষদের কার্যনির্বাহী সদস্য জনাব তাজকিয়া তামান্না এবং অনুষ্ঠানটির সভাপতিত্বে ছিলেন পুসান কেন্দ্রীয় সাংগঠনিক কমিটির সভাপতি জনাব জাহিদ হাসান।
ফলাফল প্রকাশিত হবার পর থেকেই পুসানের সকল সদস্যের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। পুসান কেন্দ্রীয় সাংগঠনিক কমিটির সভাপতি ঢাবি শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, "পুসান অল্প সময়ের মধ্যেই সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলোর কাছে একটি রোল মডেল হিসেবে স্থান পেয়েছে। বছরে প্রায় সাড়ে ৬ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করতে পেরে পুসান এক অনন্য মাইলফলক অর্জন করেছে। শিক্ষার্থীদের পাশে সবসময় অভিভাবকের ন্যায় দায়িত্বশীল থাকবে আমাদের এই প্রাণপ্রিয় সংগঠনটি।"
পুসানের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় পরিচালনা পরিষদের প্রধান সমন্বয়ক সাবেক চবি শিক্ষার্থী তানভীর আনোয়ার বলেন, "পুসানের মাধ্যমে ২৫ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির আওতায় আনতে পেরে আমরা গর্বিত। চারদিকে পুসানের এত জয়জয়কার দেখে অন্তরে যে প্রশান্তি কাজ করছে, তা অতীতের সকল পরিশ্রমের ক্লান্তি মুছে দিয়েছে। সারাদেশের শিক্ষার্থীদের মাঝে প্রতিনিয়তই আলোচিত হচ্ছে পুসানের নাম। সকলেই শুভকামনা জানাচ্ছে আমাদের উদ্যোগকে। যে উদ্দেশ্য নিয়ে পুসান প্রতিষ্ঠায় উদ্যত হয়েছিলাম, তা আজ অনেকাংশেই সফল।"
পুসান কেন্দ্রীয় পরিচালনা পরিষদের প্রধান উপদেষ্টা শেখ আব্দুস সোবহান বলেন, "আমরা সকলেই পুসানকে একটি বিশ্বমানের সংগঠন তৈরিতে সচেষ্ট। পুসানের কার্যপরিধি ইতোমধ্যে দেশের সীমা অতিক্রম করে বিভিন্ন দেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানের নজরে এসেছে। অনেকেই প্রত্যক্ষভাবে আমাদের শুভাকামনা জানিয়েছেন। শিক্ষাবৃত্তির মাধ্যমে পুসান যে সাফল্যের সূচনা করেছে, তার ধারা এভাবেই অব্যাহত থাকবে। পুসানকে গতিশীল রাখতে সকল সদস্যের মাঝে ভাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে পুসানের উত্তরোত্তর সাফল্যের জন্য।"
পুসানে চলমান শিক্ষাবৃত্তিসমূহ:
শিক্ষাবৃত্তির নাম বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বৃত্তির পরিমাণ সহযোগিতায়
পুসান শিক্ষাবৃত্তি - ২০২৩ ১৫ ২,০৪০ /- (মাসিক) আমার হৃদয়ে নাটোর
পুসান শিক্ষাবৃত্তি - ২০২২ ১০ ২,০৪০ /- (মাসিক) নওরীন স্মৃতি শিক্ষাবৃত্তি ফান্ড
পুসান মেধাবৃত্তি - ২০২৩ ৩ ৫,০০০ /- (এককালীন) শেখ কৌশিক ইকবাল
পুসান মেধাবৃত্তি - ২০২৩ অনির্দিষ্ট ২,০০০ /- (এককালীন) উপদেষ্টা পরিষদ, পুসান
প্রসঙ্গত, নাটোর জেলা পরিষদ থেকে পুসান পরিবারকে আরও একটি মাসিক শিক্ষাবৃত্তির অনুদান দিয়েছেন যার কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও পুসান থেকে প্রতিবছর আর্থিকভাবে অস্বচ্ছ্ল শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত বিষয়ে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়ে থাকে সম্মানিত উপদেষ্টা পরিষদের সহযোগিতায়।