লোকে ‘অশিক্ষিত’ বলায় লেখাপড়া শিখছেন ৫১ বছরের হাসিনা
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৩, ০৯:৪৫ PM , আপডেট: ০৬ এপ্রিল ২০২৩, ০৯:৪৫ PM

গ্রামের অনেকেই আমাকে বলে ‘অশিক্ষিত’। একথা শুনে নিজের কাছেই কেমন লাগে। তখন ভাবলাম অশিক্ষিত আর থাকবো না। লেখাপড়া শিখে অন্ধকার থেকে বের হয়ে আসবো। তাই আমি স্কুলে ভর্তি হই। আগে লিখতে পারতাম না, পড়তেও পারতাম না। এখন সবই পারি। অনেক ভালো লাগে আমার।
৫১ বছর বয়সী হাসিনা খাতুন এভাবেই শোনালে তার কথা । তিনি ২০১৮ সালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তি হন। বর্তমানে পঞ্চম শ্রেণিতে পড়ছেন।
হাসিনা খাতুন ওই উপজেলার ভাটপাড়া গ্রামের আব্দুল কাশেমের স্ত্রী। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়েকে বিয়ে দিয়েছেন। ছেলে যশোর এম এম কলেজে অনার্স পড়ছেন।
দেখা যায়, বাড়ির সব কাজ শেষ করে স্কুলে আসার জন্য হাসিনা খাতুন তার ঘরের মধ্যে একটি বিছানাতে বসে বইখাতা ব্যাগে ভরছেন। একটু পর স্কুলব্যাগটি নিয়ে একাই হাঁটতে হাঁটতে বাড়ির পাশে স্কুলে গেলেন। স্কুলে প্রবেশ করে সোজা ঢুকে গেলেন ক্লাসরুমে। কোমলমতি শিশুদের সঙ্গে তিনিও পড়ায় মনোযোগ দিলেন। ক্লাসরুমের শিক্ষিকাকেও দেখা যায় হাসিনাকে অন্য শিক্ষাথীদের মতো করে পড়াচ্ছেন।
ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক চৈতালি সাহা জানিয়েছেন, পড়াশোনার প্রতি তার খুব আগ্রহ রয়েছে। এজন্যই এতদূর আসতে পেরেছেন। তিনি নিয়মিত স্কুলে আসেন। এমনকি প্রতিটি সাবজেক্টে পারদর্শী হয়ে উঠেছেন।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তহিদুল ইসলাম ও আফিয়া আফরিন বলে, ‘আমাদের সঙ্গে এক দাদি পড়াশোনা করে। আমরা সবাই তার সঙ্গে খেলি। তিনিও আমাদের অনেক স্নেহ করেন। আমরা তাকে সম্মান করে চলি।’
কথা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমেনা খাতুন বলেন, প্রাথমিকে ভর্তির একটি নীতিমালা আছে। আসলে তার আগ্রহ দেখে নীতিমালার বিষয়টি নিয়ে আর ভাবা হয়নি। আমি সবার সঙ্গে কথা বলেছিলাম। মানবিক দৃষ্টিকোণ থেকেই তাকে ভর্তি করা হয়েছে। তবে তিনি উপবৃত্তির সুযোগ-সুবিধা পাবেন না।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বলেন, বয়স্কদের ভর্তি করার আলাদা কোনো নিয়মনীতি নেই। মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের ভর্তি করানো হয়। সারাদেশে তার মতো হাতেগোনা কয়েকজন থাকতে পারের।