জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার ফল প্রকাশ

শিক্ষা
জাতীয় বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় ফল প্রকাশ করা হয়। 

পরীক্ষায় ৩১ বিষয়ে ৮৮০ কলেজের মোট ৪ লাখ ৭৬ হাজার ৯৮২ পরীক্ষার্থী ৩২৩ কেন্দ্রের মাধ্যমে অংশগ্রহণ করেন। এই পরীক্ষায় প্রমোশনের হার ৮৮ দশমিক ৪৭ শতাংশ।

বুধবার (১৯ এপ্রিল) বেলা ১২ টার দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকাশিত ফল এসএমএস এর মাধ্যমে যে কোনো  মোবাইল অপশনে গিয়ে nuh1Registration no লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd I www.nubd.info থেকে জানা যাবে।