রাবি ভর্তি পরীক্ষায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে আটক বিসিএস কর্মকর্তা

শিক্ষা
আটক বিসিএস কর্মকর্তা  © সংগৃৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে শেখ আবু হানিফ নামের এক সরকারি কর্মকর্তা আটক হয়েছেন। বিশ্ববিদ্যালয়টির ‘এ’ ইউনিটের চারটি শিফটের পরীক্ষায় প্রক্সিকাণ্ডের অভিযোগে এখন পর্যন্ত ১৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ গ্রেফতার করেছে ৯ জনকে।

৩৮তম বিসিএস নন ক্যাডার হিসেবে বরিশালের গৌরনদী উপজেলার সহকারী সমাজসেবা অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। কিন্তু ভর্তি পরীক্ষার্থীর হয়ে প্রক্সি দিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন আবু হানিফ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতির নতুন নতুন পদ্ধতি ধরা পড়ছে। প্রক্সির নামে বিভিন্ন প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী, সরকারি দলের ছাত্র সংগঠনের নেতা ছাড়াও সরকারি কর্মকর্তা আটক হয়েছেন। জালিয়াতির মাধ্যমে প্রবেশপত্রের ছবি পরিবর্তন করে পরীক্ষা দিতে গেলেও প্রশাসনের সন্দেহ হওয়ায় হাতেনাতে ধরা পড়েন সরকারি এই কর্মকর্তা।

বুধবার (৩১ মে) দুপুরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনে জানায়, এ বছর প্রক্সিকাণ্ডে আটককৃতদের মধ্যে আবু হানিফ ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সম্পাদক হাসিবুল ইসলাম শান্তসহ জালিয়াত চক্রের ৭ সদস্য রয়েছে। জালিয়াত চক্রের সব সদস্যকে চিহ্নিত করতে প্রশাসন সহায়তা চেয়েছে পুলিশের।

পুলিশ বলছে, প্রক্সিকাণ্ড তিন ধাপে সম্পন্ন হয় বলে তারা জানতে পেরেছেন। তৃতীয় ধাপে আছেন যারা সরাসরি বডি চেঞ্জ করে পরীক্ষায় অংশ নেয়। দ্বিতীয় ধাপে রয়েছে মধ্যস্থতাকারী। এই ধাপ অবধি পৌঁছাতে পারলেও প্রথম ধাপের যে মূল কুশীলব তাদের এখনো খুঁজে পায়নি পুলিশ।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, জালিয়াত চক্রের সাথে জড়িত বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেয়া হবে।


মন্তব্য


সর্বশেষ সংবাদ